প্রাচীন মহান কূটনীতিবিদ আচার্য্য চাণক্যের কিছু অমর বাক্য যা আপনার জীবনধারাকে বদলে দিতে পারে :-

১। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং "অতি" কে সর্বদা ত্যাগ করা উচিৎ।
২। কোনো ব্যক্তির খুব বেশী সহজ-সরল হওয়া উচিৎ নয় । কারণ, সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়।
৩। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিৎ বিষধর হওয়ার ভান করা-- এমনভাবে, যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একই ভাবে দূর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দূর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিৎ, যেন অপরে তার আভাষমাত্র না পায়।
৪। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে । এটা একটা কটূ সত্য।
৫। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে :-আমি এটা কেন করতে চলেছি ? এর পরিনাম কী হতে পারে ? আমার সফলতার সম্ভাবনা কতটা ? যদি ঐ প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু কর।
৬। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না, এবং কাজ ছাড়বে না । যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী।
৭। সবচেয়ে বড় গুরুমন্ত্র হল, কখনও নিজের গোপন বিষয় অপরকে জানাবে না, এটা তোমাকে ধ্বংস করে দেবে।
৮। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিৎ নয় । পরের মূহুর্তে কী ঘটতে চলেছে তা কে বলতে পারে?
৯। যা ঘটে গেছে তা ঘটে গেছে । যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন । যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিৎ। যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়।
১০। কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশী বিপদের । কারণ, সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করিনি।
১১। অহংকারের মতো শত্রু নেই । সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে।
১২ একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে।
১৩। ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখ । ইন্দ্রিয়ের যে অধীন, তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়।
১৪। সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে কাজ করা উচিৎ।
১৫। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার উভয়ই নষ্ট হয়।
১৬। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও । কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে।
১৭। ভয়কে কেবল ততক্ষণ ভয় কর, যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে।
১৮। তোমার প্রতিবন্ধকতাকে (বাধা) তোমারই পক্ষে কাজে লাগাও । যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পার, তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও।
"জয় শ্রী কৃষ্ণ"
(Written by Om Loknath)

Post a Comment

3 Comments

Anonymous said…
আপনি কি রোমান্টিক পিক খুঁজছেন?
haidenfaggart said…
Casino, poker, table games and loyalty program - DRM
DRM offers 안양 출장안마 a 태백 출장안마 live poker experience in Washington state. 거제 출장마사지 No signup required and no deposit required. Visit casino.com 익산 출장샵 for more 강릉 출장마사지 information.